Hook Worm
Protocols
Hook worm:
- [Note: ১ বছরের আগে বাচ্চাদের কখনো কৃমির সংক্রমণ হওয়ার কথা না। তাই ১ বছরের আগে কোন কৃমির ওষুধ দেওয়া লাগে না। তবে কোন বিশেষ কারনে যদি দিতেই হয় তাহলে Syrp.Melphin দেওয়া যাবে।
Rx:
Syrp.Almex(Albedazole)(200mg/5ml )
Dose: 1st day & repeat after 7th day
- 1-3 year = 1 TSF
- > 3 year = 2 TSF
OR
Syrp.Melphin (Pyrantel pamoate)(50mg/ml)
- Dose: 11mg/kg/dose...1st day & repeat after 7th day
OR
Syrp. Solas (Mebendazole) (100mg/5ml)
- 1-3 year = 1/2 TSF ...2 times for 3 days (পরপর তিন দিন। )
- > 3 year = 1 TSF ...2 times for 3 days (পরপর তিন দিন। )
OR
Syrp.Etrax(Levimasole)(40mg/5ml)
- 1-3 year = 1/2 TSF ...2 times for 3 days (পরপর তিন দিন। )
- > 3 year = 1 TSF ...2 times for 3 days (পরপর তিন দিন। )
For Better Result:ঔষধ খাওয়ানোর আগের দিন
Syp.Adryl(Diphenhydramine)
(10mg/5 ml)
- 6-8
kg = ½ TSF
- 8-11
Kg = 1 TSF
- >11Kg = 1-1 ½ TSF .........5-7 days
Special note:✅
- 4 মাস পর পর কৃমির ঔষধ দিবো।
- প্রতি বার আলাদা আলাদা কৃমির ঔষধ দিবো।
- বাড়ির সককেই কৃমির ওষুধ দিতে হবে।
শিশুকে কৃমি থেকে রক্ষার উপায়ঃ
- সব সময় পরিষ্কার-পরিছন্ন থাকতে হবে।
- জন্মের পর প্রথম ৬ মাস বয়স পর্যন্ত শুধুমাত্র শিশুদের বুকের দুধ খাওয়ানো । এ সময়ে অন্য কোন খাবার বা পানীয়ের প্রয়োজন নেই।
- ৬ মাস বয়স হলে মায়ের দুধের পাশাপাশি পরিবারের অন্য খাবারাদি স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে শিশুদের খেতে দেয়া।
- খাবার তৈরির পূর্বে এবং খাবার দেয়ার পরে ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
- খাবার ভাল করে সিদ্ধ করে পরিষ্কার পাত্রে রাখতে হবে।
- সব সময় কাচা ফলমূল খাওয়ার আগে তা পরিষ্কার করে খাওয়া শিক্ষাতে হবে।
- পরিষ্কার ও নিরাপদ জল ব্যবহার খাবার ধোয়া, মোছা, রান্না ইত্যাদি কাজে ব্যবহার ও সরবরাহ নিশ্চিত করতে হবে। এসব ক্ষেত্রে কখনওই দূষিত জল ব্যবহার করা যাবে না।
- পরিবারের প্রত্যেক সদস্যকে মল ত্যাগের পর, খাবার তৈরি ও পরিবেশনের আগে ও খাবার গ্রহণের আগে ভাল করে সাবান দিয়ে হাত ধুতে হবে।
- সেনিটারি ল্যাট্রিনের ব্যবহার এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পয়ঃনিষ্কাশন পদ্ধতি গড়ে তুলতে হবে।
- নিয়মিত পায়খানা ব্যাবহারের পর হাত পা পরিষ্কার করেনিতে হবে।
- খালিপায়ে হাঁটার অভ্যাস ত্যাগ করতে হবে।
- ব্যক্তিগত পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে হবে।